• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

গুইমারায় ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

গুইমারা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য উদঘাটিত এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ প্রকৃত সত্য জানতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গুইমারা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলম রানা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী গুইমারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পরিচিত হন এবং খোঁজ খবর নেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, গুইমারা উপজেলাতে আমি  নতুন যোগদান করেছি। যতটুকু পেরেছি জানার চেষ্টা করেছি।উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে তিনি বলেন,জাতির কল্যাণেই আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় এলাকার সার্বিক বিষয়ে প্রেসক্লাবের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এর আগে গুইমারা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নবাগত নির্বাহী অফিসারকে কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]