রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের পক্ষ হতে অর্ধশত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ,সেলাই মেশিনসহ স্বাবলম্বী হওয়ার মতো উপকরণ প্রদান করেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া,পিএসসি’র উপস্থিতিতে প্রান্তিক পর্যায়ের পাহাড়ী বাঙ্গালী অর্ধশত অসহায় পরিবারের মাঝে শান্তি সম্প্রীতি উন্নয়নের মুল ধারায় নগদ অর্থ, সেলাই মেশিন সহ,স্বাবলম্বী হওয়ার উপকরণ প্রদান করেন।
এসব পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনগণ। তারা বলেন পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নাই।সুখে দুঃখে যেকোন মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ,অত্র জোনের উপ অধিনায়ক আহমদ ফারশাদ কবির, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ সহ জোনের অন্যান্য অফিসার বৃন্দ।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়