রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে নিশ্চিত করেছে সফরকারীরা।
কলম্বোয় বৃহস্পতিবার লঙ্কানদের ১৬.২ ওভারে ৫৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। অধিনায়ক রাবেয়া খান ৭ রানে একাই নেন ৩ উইকেট। দুটি করে শিকার করেন মারুফা, নাহিদা ও ফাহিমা। স্বাগতিক ব্যাটারদের অবস্থা এতই করুণ ছিল যে চেতনা বিমুক্তি ছাড়া আর কেউ ডাবল ডিজিট স্পর্শ করতে পারেননি।
অবশ্য এত কম লক্ষ্যে খেলতে নেমে ৩ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল সফরকারী দল। শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৫০ বল হাতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশের নারীরা। দুই ব্যাটার দিলারা আক্তার ও নিগার সুলতানা জয় নিয়ে মাঠ ছাড়েন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়