রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
বদলি নেমে বাংলাদেশকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ফরোয়ার্ড মইনুল ইসলাম। তাতে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ভুটানকে হারিয়েছে। গ্রুপে এটাই বাংলাদেশের একমাত্র জয়। আগেই বাদ পরে যাওয়া মারুফুল হকের দলের জন্য এটা ছিল সান্ত্বনা পুরস্কার। এখন শেষ ম্যাচ জিতেই দেশ ফিরছে।
ভিয়েতনামে রবিবার বাংলাদেশ ম্যাচ শুরুর ৪ মিনিটে এগিয়ে যায়। মিরাজুল ইসলামের পাস থেকে আসাদুল মোল্লার সরাসরি ডান প্রান্তের ক্রসটি গোলকিপারের ওপর দিয়ে দূরের পোস্টে জড়িয়ে যায়। গোলকিপার হাত বাড়িয়ে চেষ্টা করলেও বলের নাগাল পাননি। ভুটান গোল শোধে দুটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। ৩৪ মিনিটে ভুটান চেষ্টা করে। জিগমে নামগিল বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন। ৪০ মিনিটে ভুটানের রিনজিন দর্জির শট ক্রস বারের ওপর দিয়ে চলে গেলে আর গোল পাওয়া হয়নি।
বিরতির পর অবশ্য ভুটান সমতায় ফেরে। তবে দায়টা বাংলাদেশের বেশি। কারণ সেটা ছিল আত্মঘাতী গোল। ৭১ মিনিটে হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাল সবুজের এক ডিফেন্ডার।
৮৬ মিনিটে বাংলাদেশ তিন পয়েন্ট নিশ্চিত করে। বদলি নেমে মইনুল ইসলাম একক প্রচেষ্টায় গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ড বাঁ পায়ের বুলেট গতির শটে গোলকিপারকে পরাস্ত করেছেন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়