রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
মণিপুরের জিরিবাম জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামের সীমান্তবর্তী এই জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
এটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত রবিবার থেকে মণিপুরে ড্রোন ও রকেট হামলা হলে সেখানে আসাম রাইফেলস ও সেনাবাহিনী ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশের ৬০ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তা সত্ত্বেও শনিবার নতুন দফা সহিংসতার ঘটনাটি সামনে এলো।
এ ঘটনার পর, নিরাপত্তার স্বার্থে শনিবার রাজ্যের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়