রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথ্য দেবে আফগানিস্তান। রবিবার সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যুর নাম পরে নিশ্চিত করা হবে।
তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ৬ নভেম্বর। তার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর।
শুরুতে এই সিরিজে তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্টও ছিল। ভবিষ্যৎ সফর সূচি অনুসারে সেটা হওয়ার কথা ছিল গত জুলাই-আগস্টে। কিন্তু সিরিজটি পেছানো হয় ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের তীব্র গরমের কথা ভেবে। সাধারণত এই দুই জায়গাতেই হোম ম্যাচগুলো আয়োজন করে এসিবি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে শুধু ওয়ানডে আয়োজনের ব্যাপারে তারা সম্মত হয়।
সিরিজের সূচি
৬ নভেম্বর প্রথম ওয়ানডে- সংযুক্ত আরব আমিরাত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে-সংযুক্ত আরব আমিরাত ১১ নভেম্বর তৃতীয় ওয়ানডে-সংযুক্ত আরব আমিরাত
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়