রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার”।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ দিন বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি জেলা’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জেলাএনসিটিএফ’র সভাপতি নূর ইশরাত জাহান ও সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, জাতীয় মহিলা সংস্থা’র কর্মকর্তা উথান চৌধুরী প্রমূখ।
এ সময় জেলা শিশু একাডেমি’র ডাটা এন্ট্রি অপারেটর মো.ইকবাল হোসেন, জেলা এনসিটিএফ’র সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়