• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়িতে একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত

ভূমি বিরোধের জেরে খাগড়াছড়ি জেলার রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যা মামলায় পিতাপুত্রসহ একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকি সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেরুয়ারি সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তপ্রাপ্তরা নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় বাদী পক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের ২ জনসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন এডভোকেট মো. আরিফ উদ্দিন ও এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট বিধান কাননগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে আসামি পক্ষের প্রধান আইনজীবী এডভোকেট মহি উদ্দিন কবির এ রায়ে সংক্ষুদ্ধ জানিয়ে বলেন, তারা ন্যায় বিচার পাননি। হাইকোর্টে আপিল করবেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]