• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলার আবেদন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে কেন্দ্রীয় বিএনপি নেতা নোমানের গাড়ি বহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি অভিযোগ দায়ের করেছে
জেলা সদরের দক্ষিণ গঞ্জপাড়ার বলপিইয়ে আদামের মৃত সুরেশ ত্রিপুরার ছেলে বিএনপি নেতা রতন ত্রিপুরা নামের এক বিএনপি কর্মী। 

রবিবার দুপুরে খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এ অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতিসহ তিন সাংবাদিকের নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত শুক্রবার খাগড়াছড়িতে জেলা বিএনপি আয়োজিত প্রোগ্রামে যোগ দিতে আসা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে আদালতে অভিযোগটি দায়ের করেন বিএনপি নেতা রতন ত্রিপুরা। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও ৩ সাংবাদিকসহ ১০৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাত অভিযুক্ত রয়েছে। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. ফরিদ আলম এফআইআর হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেন। 

অভিযোগপত্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, দপ্তর সম্পাদক চন্দন কুমার দেসহ ৩ সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। এরা হলেন, দৈনিক খোলা কাগজ ও দি এশিয়ান এইজের খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল আজম, দৈনিক বাংলার খাগড়াছড়ি প্রতিনিধি ও দীঘিনালা সাংবাদিক ফোরামের আহ্বায়ক  আবদুল জলিল ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মিজানুর রহমান সবুজ। 

এ ঘটনার তীব্র সমালোচনা করে সাংবাদিক মিজানুর রহমান সবুজ বলেন, ঘটনার দিন আমি পেশাগত কাজে দীঘিনালায় ছিলাম। অথচ জেলা সদরের ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক। 

ঘটনার দিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের প্রস্তুতি চলাকালে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে হামলা চালায়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহতও হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]