• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় প্রান্তিক চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি দীঘিনালায় দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে পোনামাছ অবমুক্ত/বিতরণ কর্মসূচীর আওতায় দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে ২শত ৫০কেজি পোনামাছ বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের সামনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে দীঘিনালা উপজেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে এ পোনামাছ বিতরণ করা হয়। 

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য আহবায়ক শতরূপা চাকমা এসব পোনা মাছ তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা অবর্না চাকমা প্রমূখ। 

এতে উপজেলার অর্ধশতাধিক দুঃস্থ প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনামাছ বিতরন করা হয়। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]