• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার ২৪মে সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদ চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে সচিব তপন বিকাশ ত্রিপুরার বাজেট সম্পর্কে বিস্তর আলোচনা করেন।

এসময় উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গীতা রানী বিশ্বাস, ১নং ওয়ার্ড সদস্য মো. সফি মিয়া প্রমূখ।

উন্মুক্ত বাজেটে অংশ নেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক তরুণ বিকাশ ত্রিপুরা, সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক উর্মি চাকমা, তৈবাকলাই পাড়া কার্বারী বিনয় ভূষণ ত্রিপুরা, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ড মহিলা সদস্যা মোছা: নুর জাহান বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা সদস্যা মিলি ত্রিপুরা, ৭.৮.৯নংওয়ার্ড মহিলা সদস্যা অঞ্জলী ত্রিপুরা, ২নং ওয়ার্ড সদস্য মো: জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ড সদস্য মেঘনাথ ত্রিপুরা, ৪নং ওয়ার্ড সদস্য কুবেলশ^র ত্রিপুরা, ৫নং ওয়ার্ড সদস্য সুইচিংপ্রু মারমা, ৬নং ওয়ার্ড সদস্য রাম কুমার ত্রিপুরা, ৭নং ওয়ার্ড সদস্য মলিন বিকাশ ত্রিপুরা, ৮নং ওয়ার্ড সদস্য জীবক চাকমা, ৯নং ওয়ার্ড সদস্য সমাপন ত্রিপুরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেটে আয় ধরা হয়েছে ৭২ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ও ব্যায় ধরা হয়েছে ৭২ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা। এখানে স্থিতি রয়েছে ৯০০ টাকা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]