• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় 

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

প্রতিপক্ষ বিবেচনায় আয়ারল্যান্ড তেমন সমীহর প্রতিপক্ষ না হলেও বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, ইংল্যান্ডের মতো করেই আইরিশদের দেখছেন তারা। একদিন পরই অবশ্য দুই দলের ব্যবধান বোঝা গেল। প্রথমে ব্যাট হাতে শাসন করলেন সাকিব আল হাসান, অভিষিক্ত তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা। পরে বল হাতে আইরিশদের দিক ভুলিয়ে দিলেন এবাদত হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদরা। ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাদেশ তুলে নিলো বিশাল এক জয়।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল। ৩৭ বছরে ৪০৭টি ওয়ানডে খেলা বাংলাদেশের এটা রানের হিসাবে সবচেয়ে বড় জয়। রানের হিসেবে আগের সবচেয়ে বড় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালে সিলেটের এই মাঠেই ১ মার্চ জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে জুটি গড়ার পাশাপাশি দারুণ ইনিংস খেলেন সাকিব ও ম্যাচসেরা হৃদয়। পরে ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিকুর রহিম। এই তিনজনের ব্যাটে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ, যা নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে এবাদত, নাসুম, তাসকিনদের বোলিং তোপের মুখে ৩.৫ ওভারে ১৫৫ রানের গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]