ভোট গ্রহণে প্রস্তুত হচ্ছেন ১০ লাখ কর্মকর্তা
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩

ছবি- সংগৃহীত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে ১০ লাখ কর্মকর্তা। আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের মাঝামাঝির মধ্যেই হবে তফসিল ঘোষণা। এ জন্য আগামী ৩০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এরপর ৫ নভেম্বর দুই উপনির্বাচন শেষ করেই সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
এদিকে অক্টোবরজুড়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ চলছে। মাসব্যাপী ৪১টি ব্যাচের মাধ্যমে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি। এ প্রশিক্ষণে নির্বাচনি আইন কানুনের পাশাপাশি অনলাইন মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী অ্যাপের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদ নির্বাচন সামনে রেখে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের আঞ্চলিক ও জেলা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করে ইসি। ডিসি-এসপিদের প্রথম ধাপের প্রশিক্ষণ হয়েছে ১৪-১৫ অক্টোবর। এ ছাড়া চলছে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৩ হাজার ২০০ প্রশিক্ষক তৈরির কাজও।
ইসি সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে ৪২১০৪টি। কক্ষ হচ্ছে ২৬১৯১২টি। প্রিসাইডিং অফিসারের সংখ্যা হবে ৪২১০৪ জন। সহকারী প্রিসাইডিং অফিসার হবে ২৬১৯১২ জন। পোলিং অফিসার প্রয়োজন হবে ৫২৩৮২৪ জন। মোট কর্মকর্তার ১০ ভাগ বেশি নিয়োগ করা হবে। সব মিলে ৯ লাখ ১০ হাজার ৬২৪ জন নিয়োগ পাবেন। এ ছাড়া এই সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখ হতে পারে বলে জানিয়েছে ইসি। নির্বাচনি কেনাকাটাও প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের হাতে সব মালামাল চলে আসবে। এ ছাড়া সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র এবং ভোটার তালিকা দিয়েই উপজেলা নির্বাচন করবে ইসি; এ জন্য অনেক কাজেই এগিয়ে থাকবে। প্রস্তুত রয়েছে ভোট কেন্দ্রে এবং ভোটার তালিকাও। ইসি জানিয়েছে, নভেম্বরের শুরু বা মাঝামাঝিতে সংসদ নির্বাচনের তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
একজন নির্বাচন কমিশনার বলেন, আশা করছি নভেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণা হবে। তার আগে দিনক্ষণ নিয়ে কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশাপ্রকাশ করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য। আশা করছি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নাগরিকদের চাহিদা মোতাবেক নানা তথ্য মোবাইলে খুদেবার্তায় জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ১০ লাখ খুদেবার্তা সংরক্ষণ করছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি অ্যাপ তৈরি করা হচ্ছে। এতে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, এলাকার নাম থাকবে। একজন ভোটার সহজেই তার ভোটার নম্বর ও কেন্দ্রের নামসহ অবস্থান জানতে পারবে। এ ছাড়া কোন নির্বাচনে প্রার্থী কে, কাদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ হলো, কারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, কোন প্রার্থীর প্রতীক কী ইত্যাদি জানা যাবে। অন্যদিকে নির্বাচনী ফলাফলও পাওয়া যাবে অ্যাপটিতে। এতে ভোট চলাকালীন একটি নির্দিষ্ট সময় পরপর থাকবে ভোটার উপস্থিতির তথ্য। রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পরপর পাওয়া যাবে ফলাফলের হালনাগাদ তথ্য। এসব তথ্যই দেওয়া হবে মোবাইলে খুদেবার্তার মাধ্যমে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগকে নির্দেশনা দিয়েছে ইসি। এনআইডি অনুবিভাগের স্মার্টকার্ড প্রকল্পের অধীন খুদেবার্তা সার্ভিস রয়েছে, যেখান থেকে ইসির কলসেন্টার পরিচালিতও হয়। এক্ষেত্রে সেখান থেকে ১০ লাখ খুদেবার্তা সংরক্ষণ করতে বলেছে ইসি। নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে মনোনয়নপত্র জমা ও নির্বাচনী অ্যাপে যথাক্রমে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছুক প্রার্থী ও ভোটার/ব্যবহারকারীদের নানাবিধ নোটিফিকেশন স্ট্যাটাস আপডেট বার্তা পাঠানোর জন্য এসএমএস সার্ভিস প্রয়োজন। এই অবস্থায় নির্বাচন সংক্রান্ত কাজে ১০ (দশ) লাখ খুদেবার্তা এক বছরের জন্য আইডিইএ প্রকল্প (ফেজ-২) থেকে আইসিটি অনুবিভাগকে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ইসি। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটার, প্রার্থীদের জন্য নির্বাচনী অ্যাপ তৈরি করা হচ্ছে। এটি ব্যবহার করে কেউ তথ্য চাইলে তা মোবাইলে এসএমএসের মাধ্যমে দেওয়া হবে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
- রামগড়ে বিজিবির পৃথক অভিযানে বিপুল অবৈধ কাঠ জব্দ
- খাগড়াছড়িতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- রামগড়ে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত
- পেট্রোল বোমায় মানুষ হত্যা করা হচ্ছে, অথচ বিবৃতিজীবীরা হারিয়ে গেছে
- চীনকে টপকে ইইউ`র পোশাক রপ্তানির শীর্ষে বাংলাদেশ
- বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা
- সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাচ্ছে সোয়া কোটি মানুষ
- ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
- বিদেশি ঋণের সুদের ওপর কর অব্যাহতি
- পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
- এক লাখ টাকা করে পাবেন ফিরে আসা’৩১৪ চরমপন্থী
- মেট্রোরেলের টিএসসি-বিজয় সরণি স্টেশন চালু ১৩ ডিসেম্বর
- রাশিয়া বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে: রাষ্ট্রদূত
- ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চার রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন
- ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪
- কোটালিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
- ২৭৯টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর
- গাজার ২১ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ
- রামগড় হানাদার মুক্ত দিবস আজ
- প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী
- মাটিরাঙ্গায় ঘুষ ছাড়া প্রতিবেদন দেন না হেডম্যান!
- বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- লংগদুতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙালির বসতবাড়ি ভাংচুর
- রামগড় বাজার হতে সেগুন কাঠ জব্দ করল বিজিবি
- যশোর-খুলনা-মোংলা রুটে চালু হচ্ছে ৩ জোড়া ট্রেন
- নাশকতার ঘটনা প্রতিরোধে ডিসিদের কঠোর নির্দেশনা
- পৃথক হচ্ছে মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষ
- ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে ঢাকার রিকশা ও রিকশাচিত্র
- প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির নেতাদের সাক্ষাৎ
- গুইমারায় সরকারী চাল বহনকারী ট্রাকে বিএনপির আগুন, দগ্ধ ২
- শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল-সমাবেশ
- মাঠে নেই বিএনপির বড় নেতারা, বেহাল নীতিনির্ধারকরা
- গাড়িতে আগুন দিয়ে পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- পাহাড়ের ২৬ উপজেলায় স্থাপিত হচ্ছে সড়ক নেটওয়ার্ক
- পার্বত্য শান্তি চুক্তির ফলে বদলে গেছে পাহাড়ি জনপদ
- পদ্মা সেতু ও নৌকার আদলে তৈরি হচ্ছে ১২০ ফুট দীর্ঘ মঞ্চ
- খাগড়াছড়ি আসনে নৌকা চান আওয়ামী লীগের ৯ জন
- পাহাড়ে চোখ ধাঁধানো উন্নয়ন
- বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয় হবে ১০ জেলায়
- মাতারবাড়ি হবে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী
- আলুটিলায় পন্যবাহী কার্ভাডভ্যানে বিএনপির আগুন
- বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক
- খাগড়াছড়ি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন
- কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করিনি: প্রধানমন্ত্রী
- আলুর দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ
- ব্যবসায়ী শফিকুলের মুক্তির দাবি, কাল হরতাল খাগড়াছড়িতে
- টানেলে বদলে যাচ্ছে জীবন, ১৫ দিনে টার্নওভার শতকোটি টাকা