• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

কাতার সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাদের নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাদের নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিন দিনের কাতার সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কাতার স্থানীয় সময় রাত ১০টা ২৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে  গত সোমবার (২২ মে)  তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার কাতার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]