• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

টানা তৃতীয় মেয়াদে পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ- ফাইল ফটো

সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ- ফাইল ফটো

সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ টানা তৃতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিআইবি আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী সাংবাদিক জাফর ওয়াজেদকে তার বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল প্রথমবারের মতো পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২১ সালে আরো দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এবার আরো এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এই সিনিয়র সাংবাদিক।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]