• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।  

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

মোমেন আরও জানান, বাংলাদেশ ওআইসির ইসলামি মানবাধিকার কাউন্সিলের সদস্যও নির্বাচিত হয়েছে। এই কাউন্সিলে এশিয়ার অপর দুই সদস্য তুরস্ক ও ইরান।  

এবার ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মৌরিতানিয়া। বাকি দুটি ভাইস প্রেসিডেন্ট হল প্যালেস্টাইন ও নাইজেরিয়া।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]