২৫ মিনিটেই বিমানবন্দর থেকে কমলাপুর
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩

ছবি- সংগৃহীত।
পূর্বাচল থেকে মাত্র ২০ মিনিট ৩৫ সেকেন্ডেই জোয়ার সাহারার নতুনবাজার, আর ৪০ মিনিটেই মতিঝিল পৌঁছানো যাবে। এমন স্বপ্ন থেকেই দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন নিয়ে মানুষের ছিল বিশেষ আগ্রহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের উদ্বোধন করবেন। সে জন্য ছিল রূপগঞ্জবাসীর বাড়তি আগ্রহ। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে পূর্বাচল চার নম্বর সেক্টরে সুধী সমাবেশ থাকলেও তা এক পর্যায়ে জনসমাবেশে রূপ নেয়। কিন্তু নিরাপত্তা ও সমাবেশস্থলে যোগদানে বিধিনিষেধের কারণে অনেকেই মূল সমাবেশস্থলে যেতে পারেননি। হাজার হাজার মানুষ আশপাশের রাস্তায় দাঁড়িয়ে পাতাল রেলের ভৌত অবকাঠামোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হওয়ার সাক্ষী হয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িল থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত এবং আশপাশের সড়ক-উপসড়ক ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবীদের ব্যানার-পোস্টার-ফেস্টুন-হোর্ডিংয়ে পূর্ণ। উৎসবের আমেজ ছিল রূপগঞ্জজুড়ে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, এমআরটি-১ নামের এ প্রকল্পের জন্য ডিপো হবে রূপগঞ্জের পীতলগঞ্জে। কাঞ্চনে হবে প্রথম স্টেশন। সেটি গিয়ে মিলবে নতুনবাজারে। এটুকু হবে উড়াল সড়কের ওপরে। নতুনবাজারে গিয়ে এটি ভূগর্ভে প্রবেশ করবে। কারণ বিমানবন্দর থেকে আরেকটি মেট্রো রুট মাটির নিচ দিয়ে কমলাপুর যাবে। নতুনবাজারে এ দুটি লাইনের সংযোগ ঘটবে। ২০২৬ সালের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি চালু হলে প্রতিদিন ২৫টি ট্রেনে আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেনে আটটি বগি থাকবে। ৩ হাজার ৮৮ জন যাত্রী একটি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। ২৪ মিনিট ৩৫ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর; কমলাপুর থেকে ৪০ মিনিটে পূর্বাচল এবং ২০ মিনিট ৩৫ সেকেন্ডে নতুনবাজার থেকে পূর্বাচলে যাওয়া যাবে।
এ প্রকল্পের কাজ ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্যাকেজ-১ এর আওতায় ডিপোর ভূমি উন্নয়ন করা হবে। অসমতল জমি ভরাট করে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত করা হবে। সেখানেই হবে মেট্রোরেলের ডিপো। রূপগঞ্জের পীতলগঞ্জে প্রায় ৯৩ একর জমিতে ডিপো নির্মিত হবে। থাকবে বিদ্যুতের রিসিভিং সাব-স্টেশন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করেন।
গত ২৩ নভেম্বর এই প্যাকেজের ঠিকাদারের সঙ্গে ৬০৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যৌথভাবে ভূমি উন্নয়নের কাজ করবে। ছয়টি জোনে ভূমি উন্নয়নের কাজ চলবে। এ জন্য স্ট্যাটিক সেন্ড কম্প্যাকশন পাইল, ডায়নামিক সেন্ড কম্প্যাকশন পাইল, প্রি-ফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন প্রযুক্তি ব্যবহার করা হবে। ভূমি উন্নয়নের কাজ শেষে প্যাকেজ-২ এর আওতায় অবকাঠামো নির্মাণ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম স্থাপন করা হবে। এখানে ট্রেন সংরক্ষণ ও পরিচালনার যাবতীয় অবকাঠামো হবে।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা ঋণ দেবে। বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার।
এমআরটি-১ এর ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার বিমানবন্দর-কমলাপুর অংশের ১২টি স্টেশনও নির্মিত হবে মাটির নিচে। স্টেশনগুলো হবে বিমানবন্দর, টার্মিনাল-৩, খিলক্ষেত, নদ্দা, নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। এ রুটের দূরত্ব হবে প্রায় ২০ কিলোমিটার।
টানেল বোরিং মেশিনে (টিবিএম) দুই দিক থেকে মাটির নিচে রেলপথ নির্মিত হবে। প্রকল্প পরিচালক আবুল কাশেম ভুঁইয়া জানিয়েছেন, চারটি প্যাকেজে টানেল তৈরি হবে। সেগুলোর প্রাক-যোগ্যতার আবেদন আহ্বান করা হয়েছে। এর পর হবে দরপত্র আহ্বান। ঠিকাদার নিয়োগের পর টানেল নির্মাণের কাজ হবে।
সূত্র জানিয়েছে, প্রতিটি টিবিএম দিনে ১০ মিটার সুড়ঙ্গ খনন করতে পারবে। সুড়ঙ্গ খননের সঙ্গে সঙ্গে কংক্রিট স্ল্যাব বসিয়ে তৈরি হবে টিউব। এর ভেতরে বসানো হবে ডাবল রেললাইন। সেই লাইন দিয়ে দু'দিকে চলবে ট্রেন। তবে স্টেশন তৈরি হবে ওপেন কাট পদ্ধতিতে। নির্মাণের পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। স্টেশনে ওঠানামার জন্য থাকবে সিঁড়ি, লিফট ও এস্কেলেটর।
পীতলগঞ্জ থেকে কাঞ্চন হয়ে নতুনবাজার পর্যন্ত মেট্রোরেল লাইন তৈরি হবে ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে। এ জন্য আগেই সড়কটি মাঝখানে প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। এ রুটের দূরত্ব হবে ১১ দশমিক ৩৭ কিলোমিটার। স্টেশনগুলো হবে নতুনবাজার, নদ্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল। পীতলগঞ্জে থাকবে ৯টি এলিভেটেড স্টেশন।
স্থানীয় বাসিন্দারা জানান, এখন কাঞ্চন থেকে মতিঝিল পর্যন্ত দুই ঘণ্টার কম সময়ে কখনও যাওয়া যায় না। আবার বিমানবন্দর যেতে এক ঘণ্টা লেগে যায়। এখন কাঞ্চন থেকে ৪০ মিনিটে মতিঝিল আর বিমানবন্দর থেকে ২৪-২৫ মিনিটে মতিঝিল যেতে পারলে মানুষের রাস্তার ভোগান্তি আর থাকবে না। তবে প্রকল্পের কাজ যেন দ্রুত শেষ হয়- সেটাই তাদের দাবি।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
- নারী নেতৃত্ব নিশ্চিতে সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো
- বাংলাদেশিদের জমি দিতে রাজি মৌরিতানিয়া
- তিন মাস আগেই কৃষি আবহাওয়া পূর্বাভাস পাবেন কৃষকরা
- সংশোধিত ব্যাংক কোম্পানিঃ দায় নিতে হবে ব্যাংকারদের
- যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পাচ্ছে ইসি
- জুনেই ট্রেন চলবে পদ্মা সেতুতে
- রোজার শুরুতেই বেড়েছে প্রবাহ, ৪ দিনে রেমিট্যান্স ১৬০ কোটি ডলার
- অগণতান্ত্রিক দল কীভাবে গণতন্ত্র দেবে?
- প্রধানমন্ত্রীকে বাইডেনের শুভেচ্ছা
- বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- দীঘিনালায় সেনাবাহিনীর পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ
- দশ টাকায় সারা মাসের বাজার!
- দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত লবণ চাষিরা
- আজ থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- আটদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
- আগামী জুনেই স্বপ্নের পদ্মা সেতুতে চলবে রেল
- ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত বিমানবন্দর সড়কে যান চলবে সীমিত
- পুদিনা চাষে ব্যস্ত সময় পার করছেন সীতাকুণ্ডের চাষীরা
- আগামী ৩০ মার্চ থেকে চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- অপু-বুবলীর মধ্যে জন্মদিনে শাকিবকে কে আগে শুভেচ্ছা জানিয়েছেন?
- প্রতি পিস বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়
- বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন
- বিদেশীদের কাছে নালিশ করে লাভ হবে না: শেখ হাসিনা
- কুসুম ফুলের বাণিজ্যিকভাবে চাষ শুরু
- গমের বাম্পার ফলনে খুশি কৃষকরা
- তিন বইয়ের জন্য ভারতে ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু
- নাসার অনুষ্ঠানে বিশ্বজয়ী বাংলাদেশের ‘অলীক’ ও ‘মহাকাশ’ দল
- দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- খাগড়াছড়ি ৪র্থ জেলা প্রশাসক টি২০ ক্রিকেট গোল্ডকাপ শুরু
- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা
- মহালছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রীতি কনসার্ট
- পানছড়িতে নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
- কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরণ
- দীঘিনালায় স্বেচ্ছাসেবকদের সম্মিলন অনুষ্ঠিত
- দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্র -গুলি ও সরঞ্জাম উদ্ধার
- সীমান্ত সড়কের কাজ ঠেকাতে ধর্ষণ অপপ্রচাররই যেখানে হাতিয়ার
- খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা
- মিজোরামে কেএনএফের দুই সদস্য আটক
- পাবর্ত্য এলাকার সন্ত্রাস দমনে কাজ করছে সরকার
- খাগড়াছড়ির হার না মানা নারী বীনা ত্রিপুরা
- কচুরিপানা থেকে তৈরি হস্তশিল্প যাচ্ছে ইউরোপ-আমেরিকায়
- খাগড়াছড়ি আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
- ভারত থেকে বাইসাইকেলে বাংলাদেশ ভ্রমনে এসেছে এক যুবক
- স্বাধীনতার মাসে মহালছড়িতে সেনাবাহিনীর অনন্য আয়োজন
- খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- খাগড়াছড়িতে পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত
- প্রতিহিংসার আগুনে পুড়লো ফুলে ভরা লিচু বাগান
- খাগড়াছড়িতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গার তিন দিনের রিমান্ড