• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মার্চে কাতার যাবেন প্রধানমন্ত্রী, সেপ্টেম্বরে ভারত সফরের সম্ভাবনা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জাতিসংঘের স্বল্পন্নোত দেশগুলোর পঞ্চম সম্মেলন এলডিসি-৫ এ যোগ দিতে আগামী মার্চে কাতার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে নয়া দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দীর্ঘ বিরতির পর আজ পুনরায় নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিং প্রথা চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীনকে সংবাদ ব্রিফিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সেহেলী সাবরীন বলেন, কাতারের দোহায় আগামী ৫-৯ মার্চ এলডিসি-৫ এর সম্মেলন হতে যাচ্ছে। এতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ ছাড়া আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

স্থগিত হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জাপান সফরের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, জাপানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]