• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মিজোরামে অস্ত্র ও গোলাবারুদসহ ২ কেএনএফ সদস্য আটক

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ মে ২০২৩  

অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ কেএনএফ সদস্য

অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ কেএনএফ সদস্য

ভারতের মিজোরাম সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ২ কেএনএফ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মে) ভোর সাড়ে ৩টার দিকে ভারতীয় পুলিশের সিআইডি (এসবি) অপারেশন টিম থেনজাউলের ​​উপকণ্ঠে একটি গাড়ি (বোলেরো) পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে, ৪টি ম্যাগাজিনসহ .৩২ ক্যালিবার রাইফেলটি উদ্ধার এবং জব্দ করে, .২২ ক্যালিবারের ২টি ম্যাগাজিনসহ রাইফেল এবং ২০নং .২২ গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়।

আটক আলবার্ট হ্লাউনচেউ বমের(৫৪) বাড়ি বুংটলাং দক্ষিণের কিপলেই এলাকায় এবং সি. রোচুংনুঙ্গা(৫৪) বমের বাড়ি মাংজেলা লংটলাই কাউন্সিলে বলে নিশ্চিত করে পুলিশ।

আটকৃতদের অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ দখল ও পরিবহনের জন্য থানজাউল পিএস মামলা নং 15/2023 Dt.4.5. 2023 u/s 3/25(1A)/25(1AA)/29 অস্ত্র আইন r/w 34 IPC মামলা করা হয়েছে আরও তথ্যের ও তদন্তের জন্য ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হয়েছে।

জানা যায়, এসব অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের বান্দরবান কুকি-চিন ন্যাশনাল আর্মি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার কাজ করছিলো তারা। এই ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় পুলিশ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]