• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

সাজেকে ৫৪ বিজিবি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

সাজেকের দুর্গম পাহাড়ি এলাকা উদলছড়িতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসির পক্ষে উদলছড়ি স্কুল উদ্বোধন করেন উদলছড়ি বিওপির বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হেলাল উদ্দিন।

এসময় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

এব্যাপার উদলছড়ি এলাকার কারবারী মোহনলাল কান্তি চাকমা জানান, এখানকার শিশুরা আগে প্রাথমিক শিক্ষা বঞ্চিত হতো। একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় এলাকার ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষার সুবিধা পাবে। এসময় তিনি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-কে ধন্যবাদ জানান।

বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি সূত্রে জানা যায়, উদলছড়ি বিওপির আওতাধীন কয়েকটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই এসব এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। আর অবশেষে সেটি প্রতিষ্ঠা করে উদ্বোধন করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]