• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

প্রবীণ নাগরিকদের জন্য চিত্তবিনোদনের পরিবেশ গড়ার আহ্বান

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্রবীণ নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার কালাপুর ইউনিয়নে ভৈরববাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ’র সভাপতি অধ্যাপক লোকেশ চন্দ্র দেব। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মূয়ীজুর রহমান।

কালাপুর ইউনিয়ন পরিষদ ও এলাকার নাগরিক সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমশের খান, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, শ্রীমঙ্গল দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, ইউপি সদস্য ফিরোজ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে সাংগঠনিকভাবে বিনোদনমূলক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তারা বলেন, সমাজে মুরব্বিরা আজ অবহেলিত। যারা এই সমাজ বিনির্মাণ করেছেন তাদেরই আজ কোন মূল্যায়ন নেই। অনেক পরিবারে তাদের সঙ্গ দেয়ার কেউ থাকে না। প্রতিদিন কোন একটি নির্দিষ্ট স্থানে তাদের একত্রে বসে গল্প করা বা বিনোদন করার মতো পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা।

 

সভা শেষ সমশের খানকে আহ্বায়ক, পরেশ চন্দ্র বৈদ্য ও ফিরোজ মিয়াকে যুগ্ম আহ্বায়ক, নূরুল ইসলামকে সদস্য সচিব ও প্রদীপ চন্দ্র দেবকে কোষাধ্যক্ষ করে ৫ সদস্যের প্রবীণ হিতৈষী সংঘ কালাপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]