• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

বান্দরবানে চাঁদা উত্তোলনকালে সেনাবাহিনীর গুলিতে কেএনএফ সদস্য আহত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

অবৈধ ভাবে অস্ত্রের ভয় দেখিয়ে বান্দরবানের রুমায় সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে এক কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজারে এ ঘটনা ঘটে।

আহত কেএনএফ সদস্যের নাম বয় রাম বম(২৫)।  সে রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা।

সূত্র জানায়, সোমবার রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ দিনে কেএনএয় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আগে থেকেই বাজারে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে ৩-৪জন কেএনএ সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিতে আসলে কেএনএফ সদস্যরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে গুলি চালালে, নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলিকরে। গোলাগুলির সময় বয় রাম বম নামে এক কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। 

এসময় আহত বয় রাম বমকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। এসময় তার নিকট থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। চিকিৎক জানায়, তার তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। দুইটি গুলি পিঠে এবং একটি গুলি ডান পায়ের হাঁটুর ওপরে লেগেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।

রুমা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, আহত ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। ওখান থেকে নিয়ে আসার পর থানায় মামলা হবে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]