• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

রসালো ফলে ভরে উঠেছে পাহাড়ের বাজার

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

মধুমাস জ্যৈষ্ঠে রসালো ফলে ভরে উঠেছে পাহাড়ের বাজার। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে এসব ফল বাজারে নিয়ে আসছেন পাহাড়িরা। বেচাকেনাও বেশ জমে উঠেছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে রাঙ্গামাটি শহরের কলেজ গেট, বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার ঘুরে দেখা যায়, বাজারে ঝুড়ি ঝুড়ি আম, লিচু ও কাঁঠাল নিয়ে এসেছেন প্রান্তিক কৃষকরা। কৃষকদের কাছ থেকে এসব ফল কিনছেন মৌসুমি ব্যবসায়ীরা। যা যাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। কিছু কৃষক স্থানীয় বাজারে খুচরা বিক্রি করছেন রসালো এ মৌসুমি ফল।

প্রকারভেদে দেশি কিছু আম বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকা কেজি। দেশি লিচু কেজি ৬০-৭০ টাকা এবং প্রতি পিস কাঁঠাল আকার অনুসারে ৮০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কলেজ গেট বাজারের ফল ব্যবসায়ী আব্দুল রব বলেন, ‘কলেজ গেট থেকে কিছু কাঁঠাল কিনেছি। আরও কিছু কেনা কাঁঠাল ফিশারি ঘাটে রাখা আছে। এগুলো একসঙ্গে ট্রাকে করে চট্টগ্রাম নিয়ে যাবো।’

কৃষক রত্না চাকমা বলেন, ‘আমার বাড়ির পাশে বেশ কয়েকটি আমগাছ আছে। গতকাল সেখান থেকে আম পেড়ে আজ বাজারে বিক্রি করতে এসেছি।’

প্রভা চাকমা নামের আরেকজন বলেন, ‘বাড়ি পাশে বেশকিছু আম ও লিচুগাছ লাগিয়েছিলাম। সেগুলোতে এবছর বেশ ভালো ফলন এসেছে। সে আম ও লিচু বিক্রি করতে এসেছি। বেচাকেনা ভালোই হচ্ছে।’

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]