• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

প্রতি পিস বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলছে ২০০ বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলা। প্রতিবছরের মতো এবারও মেলার বিশেষ আকর্ষণ বালিশ মিষ্টি। মেলায় মিষ্টির সাইজ অনুযায়ী প্রতি পিস বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৩ হাজার টাকায়। এ বছর মেলায় ৪০০ গ্রাম থেকে ৫ কেজি ওজনের বালিশ মিষ্টি পাওয়া যাচ্ছে।

প্রতিবছরের মতো এবারও মার্চের ২৬ তারিখ থেকে উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় বিশাল মাঠজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী কাটাগড় মেলা। ধারণা করা হয়, প্রায় ২০০ বছর ধরে এ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

সরেজমিনে দেখা যায়, মেলায় কয়েক বছর ধরে প্রধান আকর্ষণ হয়ে ওঠা বালিশ মিষ্টির বেশ কদর। সবচেয়ে ছোট প্রতিটি ৪০০ গ্রাম সাইজের বালিশ মিষ্টি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর সর্বোচ্চ ৫ কেজি ওজনের একটি বালিশ মিষ্টির দাম রাখা হচ্ছে ৩ হাজার টাকা। তবে দাম যাই হোক, মেলার প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।

মেলায় আসা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারের নিউ রাজ মিষ্টান্ন ভান্ডারের মালিক রামানন্দ বিশ্বাস বলেন,‘স্থায়ী দোকান ছাড়াও আমরা বিভিন্ন স্থানে মেলায় মিষ্টির দোকান দেই। তবে কাটাগড় মেলার আলাদা ঐতিহ্য আছে। এ মেলায় প্রতিবছর লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় ২ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টির দাম ১৫০০ টাকা, ৪ কেজির দাম ২ হাজার টাকা ও ৫ কেজি ওজনের এক পিস মিষ্টির দাম ৩ হাজার টাকায় বিক্রি করছি। এবার বেচা বিক্রিও ভালো হচ্ছে।’

মেলায় আসা বোয়ালমারী উপজেলার খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন রনি বলেন, ‘ছোটবেলা থেকেই এ মেলায় নিয়মিত আসি। এবারও ঐতিহ্যবাহী কাটাগড়ের মেলায় এসেছি। মাটির খুঁটিতে সাজ, বাতাসা, কদমা কেনা মেলার পুরাতন ঐতিহ্য এখনো রয়ে গেছে। মেলার আকর্ষণীয় বালিশ মিষ্টি খেয়েছি। বাড়ির জন্য মেলা থেকে ৫ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টি নিয়েছি।’

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]