• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

ভারত থেকে বাইসাইকেলে বাংলাদেশ ভ্রমনে এসেছে এক যুবক

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

বাইসাইকেলে সড়ক পথে ভারতের রাজস্থান জয়পুর থেকে বাংলাদেশ ভ্রমনে এসেছে ভ্রমন পিপাসু এক যুবক।
তার নাম রবিরায়(২৪) ইন্ডিয়ার রাজস্থান জয়পুর সিটির জগত পুরা মিলন রায়ের ছেলে।সে রাজস্থান অফ ইউনিভার্সিটির মাস্টার্স এর ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

বৃহপ্রতিবার ২৩ মার্চ সকাল ১১ টা সময় ঢাকা খুলনা মহাসড়কে বাংলাদেশ হ্যাচারীজের সামনে দেখা গেছে বাইসাইকেল সামনে পিছনে সামাজিক বিভিন্ন সচেতন প্লে- কার্ড লাগানো এবং সাইকেলের সামনে বড় মাপের একটি নেম প্লেট লাগানো রয়েছে তাতে ইংরেজিতে লেখা রয়েছে ভারত টু বাংলাদেশ।

রবিরায় বলেন, বাইসাইকেলে আমি বাইসাইকেলে সড়ক পথে বাংলাদেশের প্রবেশ করা সময় বাংলাদেশ পুলিশসহ এই দেশের মানুষ আমাকে অনেক উৎসাহ দিয়েছে। আমি তাদের ব্যবহারে অনেক খুশি হয়েছি।বাংলাদেশের বর্ডার হতে এ পর্যন্ত আসতে আমার কোন রকম সমস্যা হয়নি। আমি এক বার বাংলাদেশে বাইসাইকেল ভ্রমনে এসেছিলাম ২০১৯ শে। এই কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। আমি বাইসাইকেলে করে সড়ক পথে ঢাকা, চিটাংগা, সিলেট, কক্সবাজার ঘুরে পাহাড় দেখবো।আমি সব সময় ন্যাচারাল দেখতে ভালবাসি। আমি এক মাসে বাংলাদের বিভিন্ন অঞ্চলে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো। আগামী এপ্রিল মাসের ২০ তারিখে দেশ ভারতে চলে যাব।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]