• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

লিচুর প্রতিটি গাছে শোভা পাচ্ছে মুকুল

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

জামালপুরে লিচুর সুনাম রয়েছে দেশজুড়ে। এখন জেলার লিচুর প্রতিটি গাছে শোভা পাচ্ছে মুকুল। গাছের পাতার ফাঁকে দোয়েল-শালিক-চড়ুইসহ বিচিত্র সব পাখ-পাখালির কলতান। ফাল্গুনের শুরুতে সবুজ পাতার মাঝে সবুজ ডগায় নাক ফুলের মতো লিচুর মুকুল এসেছে। এতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠছে জেলার বিভিন্ন এলাকা। বাগান চাষিরা গাছের পরিচর্যা করতে মেতে উঠেছেন। ভালো ফলনের আশায় বাগানসহ বসতবাড়িতে থাকা লিচু বাগানের গাছের পরিচর্যা শুরু হয়েছে। 

জানা যায়, জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ উপজেলাতে কম বেশি ব্যক্তি মালিকানাসহ কোথায় কোথায় বাগানও রয়েছে। তবে বেশি লিচু চাষ করা হয় জামালপুর সদর উপজেলাতে শরিফপুর ইউনিয়নে। শুধু বাগান নয়, শরীফপুরে প্রতিটি বাড়িতেই দুই-চারটি করে লিচুর গাছ রয়েছে। 

এছাড়াও সদরের ১৫টি ইউনিয়নে লিচুর চাষ করা হয়। এর মধ্যে সদর উপজেলার শ্রীরামপুর, গোদাশিমলা, রাঙ্গামাটি, শরিফপুর, জয়রামপুর, শ্যামপুর, রঘুনাথপুর, হামিদপুর, রনরামপুর ও খলিশাকুড়ি, ডেঙার, নান্দিনা, নুরুন্দি, পিয়ারপুরের বিভিন্ন গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে লিচু চাষ করে আসছে। চলতি বছর গাছে গাছে যে হারে মুকুল এসেছে তাতে আবহাওয়া অনুকূলে থাকলে পুরো গাছ ছেঁয়ে যাবে। 

স্থানীয়জাত ছাড়াও চায়না, চায়না-৩, বেদেনা, মঙ্গলবাড়ি, বোম্বাই, মাদ্রাজি, মোজাফফরী ও বেদানা জাতের প্রতিটি লিচুর গাছে মুকুলে ছেঁয়ে গেছে। আর মুকুল রক্ষার্থে এর মধ্যে প্রতিটি লিচু গাছের গোড়ায় পানির সেচ ও স্প্রে করতে ব্যস্ত রয়েছে লিচু চাষিরা। গাছের গোড়ায় সেচ দেওয়ার পাশাপাশি মুকুল রক্ষায় ভিটামিন ও কিটনাশক প্রয়োগ করছেন। পর্যায়ক্রমে ফল রক্ষা, দানা বড় করাসহ প্রয়োজনীয় স্প্রে করাও হবে।

কৃষক শাহ্ আলী জানান, তার বেশ ২০টি লিচু গাছ রয়েছে। ঠিকমতো সেচ প্রদান করায় এ বছর ভালো মুকুল দেখা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি অনুকূলে থাকে এ বছর ভালো ফলনের আশা করছেন তিনি।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]