• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম এবং এ কর্মশালা পরিচালনা করেন SEIP সোস্যাল মার্কেটিং’র ফিল্ড অফিসার মো: সাকিব হোসেন। 

এ কর্মশালায় বক্তারা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পড়ে এবং তাদের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি বলে মন্তব্য করেন। 

এ সময় খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মো: জয়নাল আবেদীন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত চাকমা, কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি চাকমা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর কমিশনার অতীশ চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি মিনুচিং মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]