• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান'র সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শাহ আলম, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা প্রমুখ উপস্থিত থেকে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিশেষ কিছু ক্যাটাগরিতে পুরষ্কার ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, 'আগামী ৩ মাসে যেসব উপজেলা এবং পৌরসভা শিশু জন্মের পর থেকে ১ বছরের মধ্যে শিশুদের জন্ম নিবন্ধন পূরণের টার্গেট পূরণ করতে পারবে তাদেরকে জেলা পর্যায়ে বিশেষ পুরষ্কার দেওয়া হবে। পাশাপাশি টার্গেট পূরণ করতে না পারলে তিরস্কারেরও ব্যবস্থা করা হবে।' তিনি বলেন, 'জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৩৮টি শূন্য পদের আবেদন পাওয়া গেছে। খুব শীঘ্রই এই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। খুব দ্রুত এ কাজ শুরু করা হবে।'

জেলা প্রশাসক সহিদুজ্জামান আরও বলেন, 'বাংলাদেশ সরকার জাতীয় স্থানীয় সরকার দিবস ঘোষণা করেছে। প্রতি বছরের ২৫ ফেব্রুয়ারি সারাদেশে দিবসটি পালন করা হবে। আগামী বছর থেকে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় দিবস হিসেবে পালিত হবে।'

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

১৭ সেপ্টেম্বর থেকে ৩ দিনব্যাপী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে র‍্যালি, আলোচনা সভা এবং বিশেষ সেবা প্রদানের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হবে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]