• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

মিথ্যাচার করে আওয়ামী লীগের জয় ঠেকানো যাবে না

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা। শুধু তাই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়ে এ দেশকে আরো দুর্বল করার চেষ্টা করেছে তারা। এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ স্বাধীনতাবিরোধী মহলটি।

শনিবার দুপুরে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মিথ্যাচার করে, দেশের মানুষের জানমালের ক্ষতি করে আওয়ামী লীগের জয় ঠেকানো যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন, উন্নয়নের দল।

বর্তমান সরকারই পার্বত্য চট্টগ্রাম (শান্তি চুক্তি) চুক্তি করে পাহাড়ে শান্তি বয়ে এনেছে উল্লেখ করে বিএনপির নানা দূর্নীতির কথা তুলে ধরেন তিনি। 

বক্তব্যে দলীয় নেতাকর্মীরা, উন্নয়নের জোয়ারের ধারাবাহিকতা বজায় রাখতে সারাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই মন্তব্য করে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, মহালছিড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]