• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়িতে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির মহালছড়িতে একটি পিসি গার্ডার ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মহালছড়ি-লংগদু সড়কে চেঙ্গী নদীর উপর ৯৬ ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এছাড়াও ৭ কিলোমিটার দীর্ঘ দুটি সড়ক এবং মহালছড়ি সরকারি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন করেন তিনি। এতে প্রকল্পে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন  করা হয়।

পরে দুপুরের দিকে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়া লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]