• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

নলুয়াটিলায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অভিযান চালিয়ে অবৈধ পথে দেশে নিয়ে আসা ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যরা। 

বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ নলুয়াটিলা বিওপির সদস্য এ অভিযান পরিচালনা করে। 

আজ ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভূজপুর থানার চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব ঔষধ জব্দ করা হয়। 

বিজিবি জানায়, এদিন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১২ বোতল জব্দ করা করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় মদ নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরিভুক্তক করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। 

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তে যে কোন অপতৎরতা ও পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]