• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় জব্দ করল সেনাবাহিনী

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় উদ্ধার করা হয়েছে।

গুইমারা রিজিয়নের আওতাধীন জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ সেপ্টেম্বর) রাত ১ টায় জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষধ ও ২ কার্টুন কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা। অভিযানের নেতৃত্ব দেন রিজিয়নের বিএম মেজর একেএম ফয়সাল। 

জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় সেনাবাহিনী। 
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]