• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

পানছড়িতে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করল জেলা পরিষদ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিভিন্ন সরকারী পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত  ও বিতরণ করা হয়েছে। 

পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রাতিষ্ঠানিক জলশয়ে ও প্রান্তিক মাছ চাষিদের মাঝে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, জেলা মৎস্য অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৎস্য চাষী গণ।

৪৪ জন প্রান্তিক মৎস্য চাষীর প্রত্যেক জনকে এদিন ৪ কেজি করে পোনামাছ বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]