• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

এমপির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি ২৯৮ নম্বর  আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গুইমারা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ  নেতাকর্মীরা দলীয় অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি গুইমারা উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো.আবু তাহের ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমার নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]