• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, একসময় খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা ছিলো সবচেয়ে পিছিয়েপড়া উপজেলা। সরকারি কর্মকর্তা অফিস করার মতো পরিবেশ ছিলো না। সন্ধ্যার পরে ভুতুড়ে আঁধার নেমে আসতো। যোগাযোগ- বিদ্যুত এবং শিক্ষার দিক থেকে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়েছে। সরকারি কলেজ, হাসপাতাল কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। দুর্গম জনপদে ২৬টি প্রাথমিক বিদ্যালয় জাতীযকরণ হযেছে। প্রত্যন্ত এলাকায় বিদ্যুত সঞ্চালন লাইন  গিয়েছে।

তিনি বুধবার বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে জাতীয় শোক দিবসের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আগস্ট মাস আসলেই ঘাতকেরা মাথা চাড়া দিয়ে ওঠে। এই আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তর করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে না পেরে ষড়যন্ত্রকারীরা এদেশের উন্নয়নকে বিশ্বাস করেনা। করতে চাইনা। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এদিন আয়োজিত সমাবেশের সূচনায় খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নকৃত লক্ষীছড়িতে ৩৩/১১কেভি উপকেন্দ্র উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

লক্ষ্মীছড়ি উপজেলা আওযামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ'র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগ"র সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আরম, জেলা মহিলা আওয়ামীলীগ'র সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ'র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামীলীগ'র মহিলা বিষয়ক শতরুপা চাকমা।

লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ'র সা. সম্পাদক বিল্লাল হোসেন বেপারি'র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]