• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

বিভিন্ন প্রতিষ্ঠানে উপহার সামগ্রী দিল খাগড়াছড়ি রিজিয়ন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১ জুন ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন। 

আজ বৃহস্পতিবার সকালে (১ জুন) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে স্ব স্ব প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।

এসময় খাগড়াছড়ির ত্রিপুরা যুব কল্যাণ সংসদ পরিচালিত মহিলা ফুটবল ক্যাম্প পরিচালনার জন্য নগদ ১ লাখ টাকা ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার পাঠাগারের জন্য বই উপহার দেয়া হয়।

রিজিয়ন কমান্ডার মো. মোহতাশিম হায়দার চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের সামাজিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী সবসময় অংশীজনদের পাশে থাকবে।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]