• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

প্রথমবারের মতো আমতলী ইউনিয়নে ইভিএমে ভোট কাল

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

আমতলী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে

আমতলী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল। প্রথম বারের মতো মাটিরাঙ্গা উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হতে হচ্ছে। চলতি বছরের গত ১৭ই ফেব্রুয়ারি ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক স্ট্রোক করে মৃত্যুবরণ করার পর ওয়ার্ডটি শুণ্য হয়।

এদিকে আমতলী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা থাকলেও ইভিএমে ভোট প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন।

নির্বাচনে, আছমত আলী (ফুটবল), মোস্তফা কামাল (তালা) আবুল কাশেম (মোরগ) মোহাম্মদ আলী (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী হাকিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অত্র ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩৫৮ জন মোট ভোটার সংখ্যা ৭শত ১৩ জন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রথম বারের মতো এ উপজেলায় ইভিএমে ভোট হলেও দুশ্চিন্তার কিছু নেই সংশ্লিষ্ট সকলকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]