• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মানিকছড়িতে বিদ্যুৎপৃষ্টে শিশুর করুণ মৃত্যু

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে বাড়ির উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মো. জোবায়ের হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই এলাকার মো. কামাল হোসেনের কনিষ্ঠ পুত্র।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৃষ্টিপাতের সময় তিনটহরী গুচ্ছগ্রামের মো. কামাল হোসেনের উঠোনে দুই ঘরে বিদ্যুৎ সংযোগ তার ছিঁড়ে পড়ে। বিষয়টি পরিবারের কারও দৃষ্টিতে না পরায় কামালের কনিষ্ঠ পুত্র মো. জোবায়ের হোসেন (৭) দাদীর ঘর থেকে দৌড়ে নিজ ঘরে যাওয়ার সময় পরে থাকা বিদ্যুৎ তারের স্পর্শে গুরুত্বর আহত হয়।

এ সময় ঘরে কামাল আহত পুত্রকে নিয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মহি উদ্দীন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে। 

নিহতের পিতা মো. কামাল হোসেন বলেন, আমার সংসারে ১ কন্যা ও ১ পুত্র সন্তানের মধ্যে জোবায়ের সবার ছোট। সে আমার মায়ের ঘরে থাকতো। বৃষ্টির সময় দৌড়ে আমার ঘরে আসতে গিয়ে উঠোনে পড়ে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন।
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]