• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

রামগড়ে নানা আয়োজনে পালিত হল ভূমি সেবা সপ্তাহ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২২ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ভূমি সেবা সপ্তাহ ২০২৩। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (২২ মে)) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি। 

বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু।

সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সন্মানা স্মারক প্রদান করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]