• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২২ মে ২০২৩  

বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ

বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ।

২২ মে (সোমবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বক্তারা সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]