• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের নগদ সহায়তা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

গতকাল দিবাগতরাতে দীঘিনালার বাস-স্টেশন সংলগ্ন লারমা স্কয়ার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জন ব্যবসায়ীর মাঝে প্রাথমিকভাবে নগদ আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন দীঘিনালা।

(বুধবার) বিকেলে উপজেলার বাস-স্টেশন এলাকার হোটেল একতা ইন'র সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে জনপ্রতি নগদ ৭ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আমরা প্রাথমিকভাবে নগদ ৭ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছি। পরবর্তী সহায়তার জন্য জেলাপ্রশাসক খাগড়াছড়ি বরাবর তালিকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন পূর্বক সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তী সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং ক্ষতিগ্রস্ত সবাইকে যতটুকু সম্ভব এ সহায়তার আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা আবদুস সালাম প্রমূখ।
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]