• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

৪ কিশোরী খেলোয়াড়কে রিজিয়ন কমান্ডারের উপহার প্রদান

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১১ মে ২০২৩  

৪ কিশোরী খেলোয়াড়কে উপহার তুলে দেন রিজিয়ন কমান্ডার

৪ কিশোরী খেলোয়াড়কে উপহার তুলে দেন রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়িতে ৪ সেরা কিশোরী খেলোয়াড়কে জুতা,জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুট, গ্লাভসসহ ফুলসেট উপহার দিয়েছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

শনিবার (৬ মে) ২০২৩ ম্যাজিকেল ত্রিপুরার সন্ধানে কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদের সম্মানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা ফুটবলার টিম বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

প্রীতি ম্যাচ শেষে তিনি দুই দলের দুইজন করে মোট চারজন সেরা খেলোয়াড়কে বাছাই করে কিছু উপহার ( বুট জুতা, জার্সি, শর্টস প্যান্টস, ট্র্যাকস্যুট ইত্যাদি) দেওয়ার ঘোষণা দেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।

বাছাইকৃত ৪জন সেরা ফুটবলার হিসেবে উপহার পাওয়া খেলোয়াড়রা হলেন, লিসা ত্রিপুরা, অনামিকা ত্রিপুরা, সাম্প্রি ত্রিপুরা ও ওম্রাসং মারমা।

এ সময় উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ(বিটিজেকেএস)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি লবলেশ্বর ত্রিপুরা লায়ন, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা,কিশোরী ফুটবলার প্রশিক্ষণ কর্মসূচির আহবায়ক ও কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এছাড়া চারজন সেরা খেলোয়াড়কে জুতা, জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুটসহ ফুলসেট উপহার দেয়ায় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা জানান বিটিজেকেএস’র প্রতিনিধিরা। তারা রিজিয়ন কমান্ডারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]