• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

পানছড়িতে সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১০ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

এতিম শিশুর অভিভাবক, অরক্ষিত শিশু-বৃদ্ধ ও দুস্থ’ পরিবারের সামাজিক সুরক্ষার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফ লং সাক্সেস অফ অরফান ডিলড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্পের আয়োজনে এই কর্মশালার বাস্তবায়ন করেছে জাবারাং কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০’টা থেকে ২নং চেংগী ইউপির সারিবালা মহাবিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

জাবারাংয়ের পানছড়ি উপজেলা কো-অডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ।

অনুষ্ঠানে বক্তারা দিক নির্দেশনামূলক নানান পরামর্শ তুলে ধরেন। এ সময় ২নং চেংগী ইফপি’র ইউপি সদস্য/সদস্যা ও এতিম শিশুর অভিভাবক, অরক্ষিত শিশু-বৃদ্ধ ও দুস্থ পরিবারের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]