• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়িতে বুদ্ধ পূর্ণিমাতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ মে ২০২৩  

মহালছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে

মহালছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে

খাগড়াছড়ির মহালছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, মহালছড়ি শাখার কর্তৃক বিশাল ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) উক্ত ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা মহালছড়ি সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) শুভ উদ্বোধন করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোনা রতন চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও মহালছড়ির বিভিন্ন গ্রামের দায়ক-দায়িকাগণ।

এছাড়াও মহালছড়ির লেমুছড়ির পটপট্যা ক্লাব মাঠে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল ও হিতসুখ কামনাই বুদ্ধ মুর্তি দাম, সংঘ দান ও অষ্টপরিষ্কার দান ও ধর্মীয় দেশনা শ্রবণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশাল এই শোভাযাত্রাটি মহালছড়ি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি তালিকা অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি অফিস কার্যালয় ও বিভিন্ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

উল্লেখ্য যে, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্রতম ধর্মীয় উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বোধি বা সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্রতম দিন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]