• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়িতে অস্ত্রসহ ১ ইউপিডিএফ সদস্য আটক

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৩ মে ২০২৩  

অস্ত্রসহ আটক ইউপিডিএফ মূল (প্রসিত) দলের সদস্য ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা

অস্ত্রসহ আটক ইউপিডিএফ মূল (প্রসিত) দলের সদস্য ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ মূল (প্রসিত) দলের ১ জনকে আটক করা হয়েছে।

২ মে (মঙ্গলবার) মহালছড়ি সেনা জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) নামক একজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে।

এসময় তাঁর থেকে একটি এলমজি, চাঁদা আদায়ের রশিদ, ২ রাউন্ড এ‍্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জানাযায়, আটককৃত ধনমনি চাকমা মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মহন চাকমার ছেলে।

পরবর্তীতে আটককৃত ধনমনি চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে অতিসত্বর কারাগারে প্রেরণ করা হবে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]