• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়িতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ এপ্রিল) সকালে মহালছড়ি বাজারের স্টেশন রোড এলাকায় ঔষধ দোকান, ডায়নগস্টিক সেন্টার,কুলিং কর্ণার ও খাবার হোটেলে তৈরিকৃত সকল খাবার, মুদি দোকানের বিক্রিত পণ্যের মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার ।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে উপজেলার সকল ইউনিয়নের সকল ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এসময় দোকানের পেছনে বা গুদামে পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]