• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে খাগড়াছড়ি শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কেজি ১৯০ টাকার ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করা হয় এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর ১৯০ টাকার ব্রয়লার মুরগি কেজি ২২০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]