• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় সেনাবাহিনীর পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালায় রমজান উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার ১২৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, আটা, তেল, ডাল, চিনি বিতরণ করা হয়।

এব্যাপারে উপজেলার হাচিনসনপুর গ্রামের আলী আজম(৬৫) জানান, ত্রাণ পেয়ে খুব ভালো লাগছে। ভালোভাবে রোজা থাকতে পারবো বলে সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর নূর নাফিজ ইসলাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব প্রমুখ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]