• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার প্রমুখ।

এদিকে সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সকালে উপজেলা সদরের মেইন সড়কে আনন্দ শোভাযাত্রা করেন। পরে উপজেলা আ.লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দরা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]