• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজিবির আয়োজনে চিত্রাংকন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন ও পুরষ্কার বিতরণ করেছে খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় ব্যাটালিয়ন কর্তৃক উপজেলার রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের (বীর উত্তম) বিদ্যানিকেতন এবং অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলে পৃথক এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় সর্বমোট ২০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাচীন বাঙালী সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অবদান, দিক-নির্দেশনা, মতাদর্শ এবং স্বাধীন সার্বভৌমত্ত্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদান স্মৃতিচারণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা রাখতে বর্তমান প্রজন্মকে ওয়াকিবহাল থাকতে হবে।

অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]